মোঃ মেহেদী মাহমুদ (স্বপন) ও মোঃ মাসুদ রানা এই দুই বন্ধুর উদ্যেগে একটি আবাসিক ব্যাচলর ম্যাচে এস.এম মাল্টিমিডিয়া এই নামে 2005 সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।(প্রতিষ্ঠানের প্রথম দিকে শুধু মাত্র ট্রেনিং কার্যক্রম ছিল) এক বৎসর পর মোঃ মাসুদ রানা প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার পর 2006 সালের পহেলা মে নতুন নামে অর্থ্যাৎ স্কাই কম্পিউটার সিষ্টেম এই নামে এপেক্স টু হরিনহাটি রোডে অবস্থিত একটি মার্কেটে ট্রেনিং ও বানিজ্যিক কার্যক্রম শুরু করে।শুরু থেকেই প্রতিষ্ঠানটিতে যুক্ত হতে থাকে নতুন নতুন ব্যতিক্রম সেবা।যেমন-উক্ত এলাকায় প্রথম সাইবার ক্যাফে,অনলাইন কার্যক্রম,ডিজিটাল স্টুডিও,ডিজিটাল ফটোকপি, কম্পিউটার কম্পোজ। সময়ের সাথে তালমিলিয়ে প্রতিষ্ঠানটিতে যুক্ত হতে থাকে নতুন সেবা-কম্পিউটার সেলস্ এন্ড সার্ভিস, সিসি ক্যামেরা সেটাপ,মোবাইল ফ্লাশ,রাবার সিল তৈরি, ক্রেস্ট তৈরি,স্কিন প্রিন্ট,প্লাস্টি আইডি কার্ড প্রিন্ট, আইডি রিবন/ফিতা প্রিন্ট,সাবলিমিশন টি-শার্ট প্রিন্ট (সমগ্র বাংলাদেশে ডেলিভারি চলমান রয়েছে) ইত্যাদি।প্রতিষ্ঠানটি শুরু থেকেই গ্রাহকদের আস্থা অর্জন করে এবং 15 বৎসর যাবৎ তার সকল গ্রাহকের সুবিধার দিক ঠিক রেখে চলমান রয়েছে। 2020 সালের ডিসেম্বর মাসে চালু হয় ই-কমার্স ওয়েব সাইট skybrandshopbd.com ......